
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়ন জমাদানের শেষ দিনে এসে প্রার্থী পরিবর্তনের মাধ্যমে নির্বাচনী মাঠে চমক দেখাল বাংলাদেশ জামায়েতে ইসলামী। আইনগত জটিলতা এড়াতে পূর্বঘোষিত প্রার্থীকে সরিয়ে দলটির নতুন মনোনয়ন দেওয়া হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মহসিনকে।
দলীয় সূত্রে জানা গেছে, আগে ঘোষিত প্রার্থী অধ্যাপক নকিবুল হুদা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন মাত্র দুই বছর আগে। নির্বাচন কমিশনের বিদ্যমান বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা নিয়ে আইনগত ঝুঁকি তৈরি হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় জামায়াত।
জামায়েতের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বাচনী বিধি লঙ্ঘনের কোনো সুযোগ না রেখে সাংগঠনিক ও আইনি দিক বিবেচনায় দলটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
নতুন মনোনীত প্রার্থী মোহাম্মদ মোহসিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক। তিনি বাঞ্ছারামপুর উপজেলার পাইকারিচর গ্রামের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় এলাকায় তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
দলীয় নেতাকর্মীদের দাবি, স্বচ্ছ ভাবমূর্তি, সামাজিক সম্পৃক্ততা এবং সংগঠনিক অভিজ্ঞতার কারণে মোহাম্মদ মোহসিন নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন