আজ, Wednesday


২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইসলামপুরে অনিয়ম-দুর্নীতির বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকের উপর চড়াও হন চেয়ারম্যান

বুধবার, ২২ অক্টোবর ২০২৫
ইসলামপুরে অনিয়ম-দুর্নীতির বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকের উপর চড়াও হন চেয়ারম্যান
সংবাদটি শেয়ার করুন....

মশিউর রহমান টুটুল : জামালপুরের ইসলামপুর উপজেলায় অনিয়ম–দুর্নীতির বিষয়ে বক্তব্য নিতে গেলে দৈনিক ঢাকা পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মফিজুলের উপর চড়াও হন চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সামছুজ্জামান (সুরুজ মাস্টার)।

ঘটনাটি ঘটে সম্প্রতি চরপুটিমারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। অভিযোগ রয়েছে, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে তথ্য নিতে গেলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মফিজুলের উপর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও চেয়ারম্যানের ভয়ে কেউ মুখ খোলেননি।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলেন, একজন জনপ্রতিনিধির কাছে প্রশ্ন করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব, কিন্তু তার জন্য হেনস্থ হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।তারা অবিলম্বে ঘটনায় জড়িত চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মফিজুল বলেন,আমি শুধুমাত্র ইউনিয়নের উন্নয়নমূলক কাজের অনিয়ম নিয়ে বক্তব্য নিতে গিয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে অশোভন আচরণ করেন এবং গালাগাল করেন। সাংবাদিক হিসেবে প্রশ্ন করা আমার দায়িত্ব, কিন্তু এজন্য এমন হেনস্তা মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ বলেন, একজন জনপ্রতিনিধির হাতে সাংবাদিক হেনস্তার ঘটনা দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা চাই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে।

এই বিষয়ে চেয়ারম্যান সামছুজ্জামান (সুরুজ মাস্টার)-এর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com