
আবুল বাসার, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গ্রাম দুই দলের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (৬অক্টোবর) সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্র ধরে বেলা ৮টার দিকে গ্রামের কুদ্দুছ তালুকদারের সমর্থকদের সাথে প্রতিপক্ষ উসমান তালুকদারের সমর্থকদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী- ভেলা ও ইটপাটকেল নিয়ে দুই ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।এ সংঘর্ষে ইটের আঘাতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত কয়েকজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, রামকান্তপুরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হই। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে৷