মোহাম্মদ আল মামুন : মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে টাঙ্গাইল জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার (২০ আগস্ট) সকালে এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সভায় মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কারাবন্দিদের সচেতন করা হয় এবং মাদকের কুফল সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সভায় জেলা প্রশাসন, জেলা কারাগার ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার আগে জেলা প্রশাসক শরীফা হক জেলা কারাগার পরিদর্শন করেন।
Posted ৬:৩০ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta