কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচ শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের শহীদ মোঃ লোকমান হোসেন, শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের শহীদ মোশাররফ, রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের শহীদ মোঃ সিফাত হাওলাদার, আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের শহীদ মোঃ রফিকুল সরদার ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ হাসিবুর রহমান এর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম ও কালকিনি থানার (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উপজেলা প্রশাসন ও কালকিনি থানা পুলিশ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ৬:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta