নিখোঁজের একদিন পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়াকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) তাকে উদ্ধার করা হয়।
এর আগে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এই ঘটনায় ভাটারা থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।
বিষয়টি নিশ্চিত করেছেন দায়ের হওয়া নিখোঁজ জিডির তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার এসআই মো, আরিফ।
জানা গেছে, কুড়িল বিশ্বরোড থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে থানায় নেয়া হয়েছে। নিখোঁজের ব্যাপারে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta