গণবার্তা রিপোর্ট : মহান বিজয় উদযাপন উপলক্ষে সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের উদ্যোগে ও আইএফআইসির পৃষ্ঠপোষকতায় শারীরিক প্রতিবন্ধীদের (হুইল চেয়ার ব্যবহারকারী) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি শেখ রাসেল রোলার কোস্টার ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিল সুবর্ণ নাগরিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল চৌধুরী, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর, আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ বিজনেস অফিসার (এসএমই অ্যান্ড রিটেইল) গীতাঙ্ক দেবদীপ দত্ত প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।