রাজধানী ঢাকায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। এতে গরমে অতিষ্ঠ মানুষও যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন। ২২ এপ্রিল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় তাপপ্রবাহ। ঢাকায় তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল জনজীবনে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা ১২ টার পর থেকে কালো মেঘ জমে যায় আকাশে। সাড়ে ১২টার পর শুরু হয় দমকা বাতাস। এরপর দুপুর পৌনে ১টা থেকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি।
দুইদিন কমতে পারে তাপমাত্রা
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় বৃষ্টি, জনজীবনে স্বস্তি
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে প্রায় ২ ডিগ্রি। এছাড়াও আজ সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
Posted ৭:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta