গণবার্তা রিপোর্ট :
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল ব্যাংকিং সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে অসকার বাংলা কোম্পানি লিমিটেড। সম্প্রতি ঈশ্বরদীতে এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও অসকার বাংলা কোম্পানির এমডি শা সি জুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো ছিলেন ব্যাংকের ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, ভিপি ও হেড অব নর্থ রিজিওন মো. আব্দুল হালিম, এসএভিপি ও হেড অব ব্রাঞ্চ রেজাউল করিম, পেরোল ব্যাংকিং ডিভিশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুশফিক আহমেদ ফাহিম এবং অসকার বাংলা কোম্পানির জিএম জ্যাকিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির আওতায়, অসকার বাংলা কোম্পানিকে নিরাপদ ও কার্যকর পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম এবং কর্মীদের সময়মতো বেতন প্রদান নিশ্চিত করবে প্রাইম ব্যাংক। এছাড়া অসকার বাংলা কোম্পানি কর্মীরা প্রাইম ব্যাংক থেকে ঋণ, ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক পরামর্শসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta