গণবার্তা রিপোর্ট: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের করপোরেট ও ঢাকা দক্ষিণ অঞ্চলের শাখার বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি সৈয়দ রইস উদ্দিন ও শেখ আকতার উদ্দীন আহমেদ। এছাড়া প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগের প্রধান সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে চলতি বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনাসহ বিশদ আলোচনা হয়।
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta