গণবার্তা রিপোর্ট: রূপালী ব্যাংক পিএলসির কুমিল্লা বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার কোটবাড়ীস্থ ম্যাজিক প্যারাডাইসে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও তানভীর হাসান এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ শাহেদুর রহমান। এ সময় কুমিল্লা বিভাগের জিএম মোহাম্মদ আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কুমিল্লা বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta