গণবার্তা রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকায় রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত প্রধান অতিথি হিসেবে গতকাল রাজধানীর মহাখালী আমতলী ঈদগাহ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এসইভিপি ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান। এ সময় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান সার্কেল-১ শাখাপ্রধান এএসএম নাসির উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta