গণবার্তা রিপোর্ট: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাংকিং সেবাকে অধিক গ্রাহকবান্ধব করার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির ঢাকা কাস্টম হাউস শাখাকে আধুনিকায়ন করে মডেল শাখা হিসেবে ঘোষণা করা হয়েছে। গত রোববার কাস্টম হাউস শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম শাখা আধুনিকায়নের উদ্বোধন করেন এবং মডেল শাখা হিসেবে ঘোষণা দেন। ব্যাংকের ঢাকা উত্তর জোনের মহাব্যবস্থাপক কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কাস্টম হাউস ঢাকার কমিশনার একেএম নুরুল হুদা আজাদ ও ব্যাংকের ডিএমডি সুভাষ চন্দ্র দাস।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta