গণবার্তা রিপোর্ট: অগ্রণী ব্যাংক পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। সভায় সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল। সভায় পরিচালক নাফিউল হাসান, কাশেম হুমায়ূন, কেএমএন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ, মো. শাহাদাৎ হোসেন ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. জাকির হোসেন চৌধুরী, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান, মো. আবুল বাশারসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও নিরীক্ষা ফার্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ৬:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta