গণবার্তা রিপোর্ট: দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান নীতিমালা কার্যকরের লক্ষ্যে গতকাল একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং আইবিবির মহাসচিব লাইলা বিলকিস আরার উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালেয় এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সোনালী ব্যাংকের জিএম মো. মিজানুর রহমান মজুমদার এবং আইবিবির পরিচালক ড. মো. শেখ রমিজুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অন্যদের মধ্যে ব্যাংকের ডিএমডি জিএম, ডিজিএম, আইবিবির সচিব, পরিচালকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta