গণবার্তা রিপোর্ট: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি গতকাল ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান মোরশেদ আলম কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম. আমানউল্লাহ প্রমুখ।
Posted ৯:২১ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta