গণবার্তা রিপোর্ট :
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ ইউনুছ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন পরিচালক খন্দকার শাকিব আহমেদ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব (সাময়িক দায়িত্ব) এএইচএম আশরাফ উদ্দিন।
Posted ৪:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta