গণবার্তা রিপোর্ট :
সোনালী ব্যাংক পিএলসির বরিশাল ও ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেনারেল ম্যানেজারস (জিএম) অফিস বরিশাল ও ফরিদপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখাপ্রধান এবং প্রিন্সিপাল অফিসগুলোর আওতাধীন সব শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। বরিশাল নগরীর একটি ক্লাবে গতকাল আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান। জিএম অফিস বরিশালের জিএম গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আবু সাঈদ ও জিএম অফিস ফরিদপুরের জিএম জাহিদুল ইসলাম মোল্যা।
Posted ৪:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta