গণবার্তা রিপোর্ট :
দাতব্য কাজ পরিচালনার জন্য মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের গুলশান করপোরেট অফিসে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়। এ সময় প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং মাস্তুল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার ও মাস্তুল ফাউন্ডেশনের প্রশাসনিক প্রধান রাকিবুল হাসান রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক সাদাকাহ্ জাহিয়াহ্ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করবে, যা ইসলামী শরিয়াহসম্মত ও নৈতিকভাবে গ্রহণযোগ্য আর্থিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্ধারিত সময় ও নীতিমালার ভিত্তিতে মাস্তুল ফাউন্ডেশনে প্রদান করা হবে।
Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
দৈনিক গণবার্তা | Gano Barta