আজ, শনিবার


১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে বছরের শুরুতে ১৭ জনের মৃত্যু

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
ফিলিস্তিনে বছরের শুরুতে ১৭ জনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :

বছরের প্রথম দিন গাজায় ইসরায়েলি সৈন্যের হামলা অব্যাহত ছিল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ফিলিস্তিনে আজকের হামলায় অন্তত নিহত হয়েছেন ১৭ জন। উত্তর জাবালিয়া এবং মধ্য বুরেইজির রিফিউজি ক্যাম্পে এই হামলা চালানো হয়। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত ৪৫,৫৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। (১ জানুয়ারি) ফিলিস্তিনে বাস্তুহারা মানুষদের নেওয়া আশ্রয় স্থলে বোমা হামলা চালানো হয়। সাংবাদিক সাইদ হাসবাল্লাহর ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও’র প্রেক্ষিতে আল-জাজিরা সংবাদ মাধ্যমের প্রকাশ করা একটি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়।

প্রচণ্ড শীতে ফিলিস্তিনে এখন করুণ অবস্থা। তার উপর আশঙ্কা করা হচ্ছে বন্যা হওয়ায়। কয়েকদিনের টানা প্রবল বৃষ্টিতে অনেক আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্থ হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে শীতের তীব্রতা ও হাসপাতালে হামলার ঘটনায় গাজার জনগণের দুর্ভোগ বাড়ছে। একটি বাস্তুহারা পরিবার ধ্বংসপ্রায় একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানে বোমা হামলা করে ইসরায়েলের সেনারা। একই পরিবারের বেশ কয়েকজন সদস্য এতে নিহত হন।

জাতিসংঘের মতে, গাজার হাসপাতালগুলোতেও ইসরায়েলি সৈন্যরা অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। যে কারণে তাদের স্বাস্থ্য সেবা দেওয়ায় ব্যাঘাত ঘটছে এবং প্রায় অচল হওয়ার দ্বারপ্রান্তে যেতে বসেছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত ৪৫,৫৪১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরও এক লাখ ৬ হাজার ৯৬২ জন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com