
মোঃ মনোয়ারুল হক, সেনবাগ প্রতিনিধি:
সেনবাগ আল জাহিদ ইসলামি মাদ্রাসা ভেন্যুতে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত বৃত্তি পরীক্ষার সেনবাগ উপজেলা কেন্দ্রের ভেন্যু প্রধান হিসেবে ছিলেন,আল জাহিদ ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান- মাওলানা জাহিদুল ইসলাম। উল্লেখ্য যে, আয়োজিত বৃত্তি পরীক্ষার অংশ হিসেবে হিফাজুল কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে তারই অংশ হিসেবে আল জাহিদ ইসলামি মাদ্রাসা,সেনবাগ উপজেলা ভেন্যুতে ১৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন।