নিজস্ব প্রতিবেদক :
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়সহ আশপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা।
উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে আজ প্রথম সচিবালয়ে অফিস করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
(২০ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ের প্রবেশ করেন। উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে এরই মধ্যে বৈঠকটি শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়সহ আশপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা।
আজকে উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta