আজ, রবিবার


১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

গাজায় হামাসের বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
গাজায় হামাসের বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :
জাবালিয়া এলাকায় সামরিক অভিযান চলাকালে হামাসের পাল্টা হামলায় তারা নিহত হন বলে জানা গেছে। হামাসের সদস্যরা ক্ষেপণাস্ত্র ছুড়ে নাকি অন্য কোনো বিস্ফোরক দিয়ে বিস্ফোরণটি ঘটিয়েছেন, তা তদন্ত করে দেখছে ইসরায়েলের সেনাবাহিনী।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইরসায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ৩শ ৭৫ জন ইসরায়েলি সেনা নিহত হলেন। (১২ নভেম্বর) ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

খবরে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া এলাকায় সামরিক অভিযান চলাকালে হামাসের হামলায় ইসরায়েলের ৪ সেনা সদস্য নিহত হন।
নিহতরা সবাই কেফির ব্রিগেডের সিমসন ব্যাটালিয়নের সদস্য।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অভিযান চালানোর সময় এক বিস্ফোরণ ঘটে। হামাস সদস্যরা কীভাবে বিস্ফোরণটি ঘটিয়েছেন, এখন পর্যন্ত তারা তা জানতে পারেনি।

চলতি বছরের অক্টোবর মাসের শুরুতে ইসরায়েলি সেনারা জাবালিয়ায় স্থল অভিযান শুরু করে। এসময় তারা সাজোয়াঁ যানের পাশাপাশি ট্যাংকও ব্যবহার করে।

ইসরায়েলি সেনাবাহিনী জাবালিয়ায় সামরিক অভিযান শুরুর পর অন্তত ৫৫ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। ইসরায়েলের হামলার শুরুর আগে সেখানে অন্তত ৬০ হাজার ফিলিস্তিনি বসবাস করতেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা জাবালিয়া হামলা করে ১ হাজার হামাস সদস্যকে হত্যা এবং ৭ শতাধিক হামাস সদস্যকে আটক করেছে।

এদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com