আজ, শনিবার


২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ‘ডিজিটাল বুথ’ উদ্বোধন

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ‘ডিজিটাল বুথ’ উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট :

সিলেটের চৌহাট্টাস্থ আর এন টাওয়ারে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ‘ডিজিটাল বুথ’ উদ্বোধন হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালক ও শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নাদির আহমদ ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা।

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নতুন ‘ডিজিটাল বুথ’ উদ্বোধনকালে পূবালী ব্যাংক পিএলসি’র পরিচালক মনির উদ্দিন আহমদ বলেন, ব্যাংক ও আর্থিক খাতে বর্তমান অস্থিতিশীলতা সত্ত্বেও পূবালী ব্যাংক তার গ্রাহকদের প্রতি দায়বদ্ধতা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। ব্যাংকিং খাতে আমাদের অর্জিত সাফল্য ধরে রেখে, আমরা ক্যাপিটাল মার্কেটেও পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে একইরকম অগ্রগতি আনতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সিকিউরিটিজ সারা দেশজুড়ে উন্নতমানের সেবা প্রদান করছে এবং সেই সেবার ধারাবাহিকতা বজায় রাখবে।

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক নাদির আহমদ সিলেটের গ্রাহকদের এই ডিজিটাল বুথ থেকে সর্বোত্তম সেবা গ্রহণের আহ্বান জানান এবং দেশব্যাপী অন্যান্য বুথের মতো সিলেটের এই বুথেও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা জানান, এই বুথের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘরে বসেই শেয়ার কেনা-বেচা, মার্জিন লোন সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগ, বিনিয়োগ সংক্রান্ত পরামর্শসহ আরও নানাবিধ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ মো. হায়াতুল ইসলাম আকঞ্জি, পূবালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএস সিরাজুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মুশাহিদ উল্লাহ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com