আজ, রবিবার


১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন যেসব বিশ্ব নেতারা

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪
ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন যেসব বিশ্ব নেতারা
সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি। তবে ইতোমধ্যেই দেশটির রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। এ ঘোষণার পরপরই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। ইতোমধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও রয়েছেন।

(৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার বলেন, ‘আমি ট্রাম্পের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী।’ ট্রাম্পের এই জয়কে ঐতিহাসিক রাজনৈতিক জয় বলেও উল্লেখ করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘সম্মান ও উচ্চাকাঙ্ক্ষার সাথে শান্তি এবং সমৃদ্ধির জন্য আমরা চার বছর ধরে একত্রে কাজ করতে প্রস্তুত।’

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে শুভেচ্ছা বার্তায় লিখেন, ঐতিহাসিক নির্বাচনী জয়ে অভিনন্দন বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আমাদের পূর্বের কোলাবোরেশন নবায়ন ও ভারত-যুক্তরাষ্টের কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করার অপেক্ষায় আছি। আমরা একসঙ্গে আমাদের জনগণের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য কাজ করতে পারব।

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, এ বিজয় ট্রাম্পের জন্য ইতিহাসের শ্রেষ্ঠ প্রত্যাবর্তন, এর জন্য তাকে অভিনন্দন। ঐতিহাসিক এ প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা। এ জয়ে ইসরায়েল ও আমেরিকার মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন তিনি।

ট্রাম্পকে সমর্থন জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক্সের এক বার্তায় লিখেছেন, ‘বিশ্বব্যাপী শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রতিশ্রুতির প্রশংসা করছি। ট্রাম্পের এই নীতি ইউক্রেনে শান্তি আনতে সক্ষম।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আমি বিশ্বাস করি, এই নতুন যুগে একটি সুন্দর বিশ্বের প্রচেষ্টা আরও জোরদার হবে।’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি ট্রাম্পের এ জয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে বড় ধরনের প্রত্যাবর্তন বলে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের জন্য এই জয় প্রয়োজন ছিল।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক পোস্টে ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুই দেশের জোট প্রসঙ্গে বলেন, ‘এটি একটি কৌশলগত বন্ধন, যা আমি নিশ্চিত যে আমরা এখন আরও শক্তিশালী করব।

এছাড়া ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট, ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ, , ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামার, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, চেক প্রধানমন্ত্রী পেট্র ফিয়ালা, রোমানিয়ার প্রধানমন্ত্রী মার্সেল সিওলাক, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন, এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এপি ও এবিসি নিউজের তথ্য অনুযায়ী, ট্রাম্প ইতোমধ্যে ২৭৬টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন ২১৯টিতে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com