গণবার্তা রিপোর্ট : (২৯শে অক্টোবর) ২০২৪ইং তারিখে নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ১৭৬তম বোর্ড সভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)এর ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস-চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক মিসেস নাঈমা হক, মাহমুদুল হক শামীম, মিসেস নাজমে আরা হোসেন, মোঃ মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক মোঃ মামুনুর রশীদ এফসিএমএ ও মোঃ সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরিক্ষা ও কমপ্লায়েন্স মোঃ লিয়াকত হোসেন এফসিএমএ। সভা পরিচালনা করেন কোম্পানী সচিব মোঃ মিজানুর রহমান এফসিএস। কোম্পানীর ৩য় প্রান্তিকের হিসাব পেশ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে বোর্ড সভায় অনুমোদিত হয়।
Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta