আজ, রবিবার


১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

নরসিংদীতে ২০ মামলার আসামিসহ ২ ডাকাত গ্রেফতার

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
নরসিংদীতে ২০ মামলার আসামিসহ ২ ডাকাত গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল হান্নান।গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর থানার সাটিরপাড়ার বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুল হান্নান জানান, গতকাল সোমবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. গাফফার, মোজাম্মেল হক, পিএসআই মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে সনেট ও রুবেলকে হাতে নাতে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত সনেটের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ১ রাউন্ড গুলি ও রুবেলের কাছ থেকে একটি লোহার তৈরি চাপাতি এবং ঘটনাস্থল হতে আসামিদের ফেলে যাওয়া একটি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে বলে স্বীকার করে। এসময় তারা তাদের সহযোগী পলাতক আরো ১৩ সদস্যের নাম প্রকাশ করে। আসামি সনেট এর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com