গণবার্তা রিপোর্ট : প্রাইম ব্যাংক পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৪৩ শতাংশ। প্রাইম ব্যাংক পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৪৩ শতাংশ। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪৯৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩৪৫ কোটি টাকা। প্রাইম ব্যাংকের আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, আলোচ্য তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ও শেয়ারপ্রতি সমন্বিত নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৩ টাকা ৪৫ ও ২ টাকা ৫৯ পয়সায়, যা আগের হিসাব বছরে ছিল যথাক্রমে ২৯ টাকা ৭৫ ও ৪ টাকা ৪৭ পয়সা। সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে প্রাইম ব্যাংকের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ৪৮০ কোটি টাকার কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৯৯ কোটি টাকা। ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২৪ পয়সা, আগের হিসার বছরে যা ছিল ৩ টাকা ৫৩ পয়সা ডিএসইতে গতকাল প্রাইম ব্যাংকের শেয়ারের সমাপনী দর ছিল ২২ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৮ টাকা ১০ থেকে ২৫ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
Posted ৩:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta