
আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন করে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে এমপিওভুক্ত শিক্ষকরা চাকরি সরকারিকরণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়ার দাবি জানান।
দিবসটি উপলক্ষে উপজেলার খন্দকার আশাদুজ্জামান অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল । হোসেনপুর আদর্শ মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবির ও সরকারি কলেজের স্বর্ণা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, রোভার স্কাউটের জেলা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ঝুমা আক্তার, আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক ফরহাদ হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, সরকারি পাইলট স্কুলের বাংলা বিষয়ে প্রভাষক শফিকুর রহমান, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষকবৃন্দ । পরে স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দের দ্বারা মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।