আজ, শনিবার


১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সানলাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪
সানলাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান ওয়াফী শফিক মিনহাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কোম্পানির শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ০.৫% নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

কোম্পানির চেয়ারম্যান তার বক্তব্যে শেয়ারহোল্ডারদের সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোম্পানির চ্যালেঞ্জিং সময়েও গ্রাহক সেবা নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখার জন তিনি সানলাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও নতুন পরিচালনা পরিষদের দূরদর্শিতার প্রতি তার দৃঢ় আস্থা জ্ঞাপন করে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন, যারা কোম্পানিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন বোর্ডের দৃষ্টিভঙ্গি এবং কৌশলের প্রশংসা করেন। এছাড়াও শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স, লভ্যাংশ ঘোষণা এবং ২০২৩ সালের বিস্তারিত বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য নতুন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com