গণবার্তা রিপোর্ট : দেশের লাইফ নন লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র মতবিনিময় সভা (২৫ সেপ্টম্বর) বিকেল ৪.০০ ঘটিকায় সংগঠনটির অফিস রাজধানী ঢাকার ৩৬দিলকুশার পিপলস ইন্স্যুরেন্স ভবনে অনুষ্ঠিত হয়। ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম নুরুজ্জামানসহ দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা।এ সময় ফোরামের কার্যক্রম এবং ভবিষৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন লাইফ নন লাইফ বীমা কোম্পানীগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ।পরিশেষে সভার সভাপতি ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে সভার সমাপ্তি করেন।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta