গণবার্তা রিপোর্ট:
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আওতাধীন ট্যুর অপারেটরদের কাছ থেকে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আফজাল করিম ও ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের। এর আগে সোনালী ব্যাংকের জিএম মো. মনিরুজ্জামান ও ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta