মুলাদী (বরিশাল) প্রতিনিধি : মুলাদীতে দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে রুকন সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গতকাল শনিবার সকাল ১০টায় মুলাদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তনে এই সম্মেলন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন, জামায়াত ইসলামীর কেন্দ্রিয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মাদ বাবর।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস ছত্তার খান, মুলাদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন অপু মোল্লা, মুলাদী পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মো. কবির হোসেন খান, মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন, মুলাদী পৌর জামায়াতের আমির মাওলানা মো. মোর্শেদ আলম, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সৌরভ সরদারসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা।
Posted ৩:১৮ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta