আজ, বুধবার


১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ

রবিবার, ০৪ আগস্ট ২০২৪
রোববার সব রুটে ট্রেন চলাচল বন্ধ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:

দুই দিন স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের পর আজ রোববার (৪ আগস্ট) আবার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। (৩ আগস্ট) কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, রাতে তারা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন।

তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় আনোয়ার হোসেন জানিয়েছিলেন, শিডিউল অনুযায়ী শনিবার ট্রেন চলাচল করেছে। বন্ধের কোনো ঘোষণা আসেনি। এদিকে রেলওয়ের আগের এক চিঠিতে বলা হয়, অনিবার্য কারণবশত রোববার সব ট্রেন বন্ধ ঘোষণা করা হল। রেলওয়ে ঢাকা অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের কারণে টানা ১৪ দিন বন্ধ থাকে ট্রেন, মাঝে একদিন চালু হওয়ার কথা থাকলেও হয়নি। বৃহস্পতিবার ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com