আফজালুর রহমান উজ্জ্বল, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মোঃ আশিকুল ইসলাম (২৬) ও একি এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ কাঞ্চন মিয়া (২০) । পুলিশ সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর পানান গ্রামে মুমতাজ মাষ্টারে বাড়ির সংলগ্ন নান্দাইল টু হোসেনপুর আঞ্চলিক সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার এসআই (নি) বাদল তালুকদার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদেরকে তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে হোসেনপুর থানার ওসি মো: নাহিদ হাসান সুমন বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।