মোঃ রায়হান মাহামুদ, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ জুন উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এম.পি। এসময় প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন, পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, পৌর মেয়র এস.এম রবীন হোসেন, ইউপি চেয়ারম্যান, লউপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।