গণবার্তা রিপোর্ট: শরিয়াহভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক পিএলসির টাঙ্গাইলের ধলাপাড়া উপশাখা গতকাল উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধলাপাড়া উপশাখা উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, ঘাটাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরিফ হোসেন এবং ঘাটাইল ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি। এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং টাঙ্গাইলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Posted ৪:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta