গণবার্তা রিপোর্ট: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টরের (আইসিডি) মধ্যে সম্প্রতি সৌদি আরবের ইন্টারকন্টিনেন্টাল রিয়াদ হোটেলে অনুষ্ঠিত তাদের প্রাইভেট সেক্টর ফোরাম-২০২৪-এ এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ সুলাইমান আল জাসের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন উপস্থিত ছিলেন।
Posted ৩:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta