অপু হাসান, ভোলা প্রতিনিধি:
লালমোহনে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ২০২৩/২৪ অর্থবছরের খরিদ-১ আউস ও পাট উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়াম হলে, উপজেলা প্রশাসনের আয়োজনে এই সার বীজ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ-সময় প্রধান অতিথি’র বক্তব্য এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার লালমোহন সরকারি কমিশনার ভূমি এহসানুল হক শিপন উপজেলা কৃষি অফিসার, আবু হাসনাইন সহ স্থানীয় সকল চেয়ারম্যান মেম্বারগণ এবং সুবিধাবকিরা উপস্থিত ছিলেন।
এবছর প্রায় সাত হাজার কৃষকদের মাঝে এই বিনামূল্যের আরবি বিতরণ করা হয়।