আজ, বৃহস্পতিবার


২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

হোসেনপুরে মসজিদের ওযুখানা থেকে পরিত্যক্ত নবজাতক উদ্ধার

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪
হোসেনপুরে মসজিদের ওযুখানা থেকে পরিত্যক্ত নবজাতক উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....
আফজালুর রহমান উজ্জল, হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মসজিদের ওযুখানা থেকে পরিত্যক্ত অজ্ঞাতনামা নবজাতক শিশু কে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল )  মসজিদের অযুখানায় নবজাতক শিশুটিকে কেউ রেখে যায়। জানা যায়, উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর নুর ই এলাহী মসজিদের ইমাম হাফেজ লুৎফর রহমান রাত আনুমানিক ১১.৪০ দিকে মসজিদের ওযুখানায় কান্নার শব্দ শুনতে পান পরে স্থানীয়রা এসে মসজিদের ওযুখানায় একটি ছেলে শিশু বাচ্চা কে পরে থাকতে দেখে তাৎক্ষণিক হোসেনপুর থানা পুলিশকে খবর দেন এবং স্থানীয়দের সহযোগিতায় হোসেনপুর থানা (ওসি তদন্ত) টুটুল উদ্দিন, সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ১৫-২০ দিন বয়সের অজ্ঞাত ছেলে শিশু কে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসেন। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসান (জিকো) দ্রুত হাসপাতালে এসে বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অত্র হাসপাতালে ভর্তির ব্যবস্থাসহ নবজাতকের খাবারের (দুধ) ব্যবস্থা করেন। এবং শিশুটি শংকা মুক্ত সুস্থ আছেন বলে জানান। শিশুটির পরিচর্যায় আছেন হাসপাতালের ডিউটি ডাক্তার, নার্সগন।
হোসেনপুর থানা অফিসার ইন চার্জ নাহিদ হাসান সুমন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয় ও শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে। এ ব্যাপারে   সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Facebook Comments Box
advertisement

Posted ১:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com