নিজস্ব প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বেসরকারি উডটেক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের শুকদাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ফকিরহাটের শুকদাড়া এলাকায় উডটেক কারখানায় রাত ৩টার দিকে আগুন দেখতে পান। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর ইসলামের নেতৃত্বে ফকিরহাট, রামপাল ও খুলনা থেকে তিনটি ইউনিটসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফকিরহাট ফায়ার সর্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাজাহান মিয়া বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি তিনি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে।
Posted ৮:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta