গণবার্তা রিপোর্ট: সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করা হবে। আর চলতি মাসের বেতনের অর্ধেক পরিশোধ করা হবে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে। বাকি অর্ধেক পরের মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে।
তবে তৈরি পোশাকের বাইরে অন্য খাতের বোনাস আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যেই পরিশোধ করতে হবে।
সরকার, মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে আজ সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।
আগের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তৈরি পোশাকহ সব শিল্প খাতে ২৫ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধের কথা ছিল। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট এবারের কোরবানির ঈদ উদযাপন হতে পারে।
Developed by: Engineer BD Network