গণবার্তা রিপোর্ট: গোপালগঞ্জ সদরে গতকাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২১৭তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটি ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুল হামিদ মিয়া, পরিচালক আহামেদুল হক, আলহাজ লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন ও মো. রফিকুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের খুলনা জোনের হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মো. আব্দুল মান্নাফ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজী জিন্নত আলী। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. হাবীব উল্লাহ্ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Posted ২:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta