গণবার্তা রিপোর্ট: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার গতকাল অনুষ্ঠিত হয়েছে। দেশী ও বহুজাতিক মিলিয়ে ৮৭টি প্রতিষ্ঠান এবং তিন হাজারেরও বেশি গ্র্যাজুয়েট এতে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং এপেক্স গ্রুপের চেয়্যারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি, ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান প্রমুখ।
Posted ২:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta