গণবার্তা রিপোর্ট: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন ইমরান আহমেদ। ২৬ বছরের কর্মজীবনে তিনি ফাইন্যান্স ও ইনফরমেশন টেকনোলজি বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকে জেনারেল ম্যানেজার ও চিফ অডিট অফিসার, এনআরবি ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং এবং ব্যাংক এশিয়া লিমিটেডে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে কাজ করেন। এছাড়া তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের ফাইন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ১৯৯৮ সালে এশিয়ান ভেজিটেবল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে (এভিআরডিসি) একজন অ্যাকাউট্যান্ট হিসেবে তার কর্মজীবনের সূচনা করেন।
Posted ২:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta