গণবার্তা রিপোর্ট ॥ মতিঝিল থানা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নির্দেশে মতিঝিল থানা ছাত্রলীগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ তে “মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে আগামী তিন মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সারাদেশে তিনটি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির নির্দেশণায় অনুযায়ী মতিঝিল থানা ছাত্রলীগ ১১ জুলাই শনিবার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে। এসময় উপস্থিত ছিলেন মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মতিঝিল থানা ছাত্রলীগ নেতা বায়জিদ আখনুক, আবু সাইদ প্রমুখ।