গণবার্তা রিপোর্ট: মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে বিভিন্ন শাখার ৪০ জন জিবি ইনচার্জ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল কোর্সের উদ্বোধন ও একটি সেশন পরিচালনা করেন। প্রধান কার্যালয়ের অপারেশনস ডিভিশনের এভিপি শেখ মোহাম্মদ সোয়েব হাসান ও এমবিটিআই অনুষদ সদস্য শাহিন আক্তার প্রশিক্ষণের নির্ধারিত সেশনগুলো পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
Posted ৭:১২ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta