গণবার্তা রিপোর্ট: আইএফআইসি ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ইকবাল পারভেজ চৌধুরী। তিনি ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার ও চিফ রিস্ক অফিসারের পাশাপাশি চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার চিফ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
২০১২ সালে ২৫ এপ্রিল আইএফআইসি ব্যাংকে যোগ দেয়ার আগে ইকবাল পারভেজ এইচএসবিসি ও ঢাকা ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে বেসিক ব্যাংকে যোগ দেয়ার মধ্য দিয়ে তিনি ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন।
ইকবাল পারভেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন ট্রেনিং ও সেমিনারে অংশ নিয়েছেন।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta