আজ, শুক্রবার


২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

৩৬তম জাতীয় কবিতা উৎসব শুরু

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
৩৬তম জাতীয় কবিতা উৎসব শুরু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): কবিতা পরিষদের উদ্যোগে ৩৬তম জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে। সকালে ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এটি শুরু হয়। সেখানে কবি মোহাম্মদ সামাদ, তারেক সুজাত, সুবোধ সরকার, বিভাস রায় চৌধুরী, অনুভব দুলাশী, দিলিপ দাস, আকবর আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের কবিরা এ উৎসবে অংশ নেন। অনুষ্ঠানে ভারতের কলকাতা থেকে সুবোধ সরকার, বিথী চট্টোপাধ্যায়, বিভাস রায় চৌধুরী, ভারতের ত্রিপুরা হতে রাতুল দেব বর্মন, দীলিপ দাস, আকবর আহমেদ, আসামের কবি অনুভব তুলাসি এবং চন্দ্রিমা দত্ত অংশ নিয়েছেন। এছাড়াও ফিলিপাইনের কবি ও বর্তমানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত লিও টিটো এল আসান জুনিয়র, নেপালের চাবিলাল কপিলাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ সামাদ বলেন, বিশ্বব্যাপী আজ নারী, শিশু, দরিদ্র শ্রেণী চরম নিপীড়নের শিকার হচ্ছে। ফিলিস্তিন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে নির্বিকারে মানুষ হত্যা করা হচ্ছে। এসব যুদ্ধ বিগ্রহ কবিতা সহে না। কবিতার মাধ্যমে আমরা গড়ে তুলব প্রতিবাদের প্রাচীর। আজ যখন পৃথিবীর দেশে দেশে অশুভ শক্তির দাপটে নিরপরাধ মানুষ বিপন্ন- নারী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের লাশের স্তূপ ওপর দাঁড়িয়ে ক্ষমতার অহমিকা দেখাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি। সেসময় আমাদের এ আয়োজন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com