নিজস্ব প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার আমন্ত্রণে আকিজ গ্রুপের এজিএম আজম বিন তারেকের নেতৃত্বে একটি টিম গতকাল ক্যাম্পাস পরিদর্শনে আসেন। এ সময় উপাচার্য তাদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলম, সহকারী প্রক্টর ফরহাদ উদ্দীন, উপপ্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক (গ্রেড-৪) সুব্রত কুমার বাহাদুর প্রমুখ।
পরিদর্শন শেষে আকিজ গ্রুপের টিমটি বিশ্ববিদ্যালয়ের পুকুর সংস্কারসহ সৌন্দর্যবর্ধনে বিশ্ববিদ্যালয়ের পাশে থেকে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।
Posted ৭:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
দৈনিক গণবার্তা | Gano Barta